বঞ্চিত, শোষিত, অত্যাচারিত বাংলার সহজসরল মানুষগুলোর মুখ দেখতে ব্যাকুল হয়ে যাচ্ছে বঙ্গবন্ধু। চোখে ভাসছে বাংলার সবুজ, শ্যামল প্রান্তর। আহারে! আমার সোনার বাংলার সোনার মানষগুলো কেমন আছে! হায়েনাদের থাবায় সব শেষ হয়ে গেছে, নাকি কষ্ট ভুলে হাসতে শিখে গেছে। কেমন করে শোক ভুলে শক্তি নিয়ে দাঁড়াবে দেশ। কেমন করে গড়ে উঠবে ক্ষুধা, দারিদ্রমুক্ত বাংলাদেশ। এসব ভাবছে বঙ্গবন্ধু। যে স্বাধীনতার জন্য এত ত্যাগ, এত আত্মদান, সেই স্বাধীন দেশে প্রথমবারের মতো পা ফেলতে যাচ্ছে বঙ্গবন্ধু। সবার সঙ্গে সমবেত কণ্ঠে গাইতে ইচ্ছে করছে : আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এমন শত শত স্বপ্ন এসে ভিড় করে বঙ্গবন্ধুর মনে।
| শিরোনাম | আমাদের একজন বঙ্গবন্ধু আছে |
|---|---|
| লেখক | রকিবুল আমিন |
| প্রকাশনী | আগামী প্রকাশনী |
Need an account? Register Now