ধীরে ধীরে চোখ খুলল নিশা। প্রথমে অস্পষ্ট হলেও পরে স্পষ্ট দেখতে পেল প্রেতাত্মা মেয়েগুলোকে। ওদের একজনের চোখেও মণি নেই। সবগুলো চোখ সাদা। দেখলেই ভয়ে শিরশির করে ওঠে শরীর। সাদা শাড়ি পরা সবগুলো মেয়ে গাছের ডালে বসে মহাআনন্দে পা দুলাচ্ছে। একটু পরই একে একে নেমে আসতে শুরু করে সবাই। সবারই মাথা নিচের দিকে আর পা উপরের দিকে। কারো কারো মুখ দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত ঝরে পড়ছে। আপ্রাণ চেষ্টা করেও নিশা উঠে বসতে পারল না। সে বুঝতে পারল মীর্জা দ্বীপের রক্তপিপাসু প্রেতাত্মারা আজ তার রক্তপানে তৃপ্ত হবে। আর তাকে বরণ করতে হবে ভয়ানক যন্ত্রণাময় মৃত্যু।
শিরোনাম | প্রেতাত্মা |
---|---|
লেখক | মোশতাক আহমেদ |
প্রকাশনী | অনিন্দ্য প্রকাশ |
Need an account? Register Now