নাজমা বেগম ঘুমিয়ে ছিলেন। মাঝরাতে তীব্র একটা ব্যথায় তিনি চোখ খুলে তাকালেন। যা দেখলেন তা এক কথায় অবিশ্বাস্য। তার সামনে বসে আছে রূপা আর জরিনা। দুজনের চেহারাই অস্বাভাবিক, ভয়ংকর। তিনি চিৎকার করে উঠতে চাইলেন। কিন্তু পারলেন না, তার হাত-পা মুখ সব বাঁধা। তারপর যা ঘটল তা সত্যি ভয়ংকর, আরও পৈশাচিক। দুজনেই তার রক্তপান শুরু করল। দুজন জলজ্যান্ত মানুষকে এভাবে নিজের শরীর থেকে রক্তপান করার বীভৎস দৃশ্য দেখে সহ্য করতে পারলেন না নাজমা বেগম। জ্ঞান হারালেন তিনি। এদিকে রূপা আর জরিনা রক্তপানের ফাঁকে ফাঁকে একটু পরপর বলতে থাকল, জয় হোক রক্তের, জয় হোক রক্তকের, জয় হোক আমাদের রক্তপানের।
শিরোনাম | রক্তপিপাসা |
---|---|
লেখক | মোশতাক আহমেদ |
প্রকাশনী | অনিন্দ্য প্রকাশ |
Need an account? Register Now