এক একটা গল্পজুড়ে অনেকগুলো ছোটো ছোটো জীবন থাকে। এক একটা জীবনেও থাকে অনেক ছোটো ছোটো গল্প। জীবন আর গল্প আলাদা কিছু নয়। প্রবহমান জীবনে যেমন গল্প উঠে আসবেই, প্রবহমান গল্পেও তেমনি উঠে আসতে বাধ্য জীবন। জীবনকে অস্বীকার করে কখনো গল্প হয় না। যেমন অস্বীকার করা হয়নি এই গল্পগুলোতেও। জীবন এবং জীবনঘনিষ্ঠ এসব গল্প মিলিয়ে দেখতে পারেন আপনার জীবনের সঙ্গে। পড়েও আবিষ্কার করতে পারেন, জীবন কত বিস্ময়কর, কতটা বৈচিত্র্যময়।
শিরোনাম | নেইলকাটার |
---|---|
লেখক | ইশতিয়াক আহমেদ |
প্রকাশনী | অনিন্দ্য প্রকাশ |
Need an account? Register Now